সংবাদ সম্মেলন করে এমপির বিরুদ্ধে অভিযোগ নদভীর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ১৯:৫৪

সাতকানিয়া-লোহাগাড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থী এবং তার অনুসারীদের বিরুদ্ধে জামায়াত ইসলামী সংশ্লিষ্টতার অভিযোগ এনেছেন ভোটে পরাজিত সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।


বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন নদভী। পাশাপাশি তিনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগও করেন।


গত ৭ জানুয়ারির নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব। আর দুইবারের এমপি নদভী ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করেও হেরে যান।


অতীতে এ আসনটি পরিচিত ছিল জামায়াত ইসলামীর দুর্গ হিসেবে। প্রতিবারই এ আসন থেকে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করত জামায়াত ইসলামী।


২০১৪ সালে এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দেয় নদভীকে। পরপর দুইবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেও আওয়ামী লীগের অনেকেই তাকে মেনে নিতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us