বিনামূল্যে ইন্টারনেট প্রাপ্তি বা ব্যবহারের সুবিধা মানবাধিকারের অংশ হওয়া উচিত। কারণ, ইন্টারনেট ছাড়া বর্তমান বিশ্ব এখন ‘অকল্পনীয়’। মানুষের দৈনন্দিন জীবন ইন্টারনেটের উপর অনেকখানি নির্ভরশীল— এমনই বলছে একটি গবেষণা।
নিজের গবেষণার উপর সম্প্রতি ‘ফ্রি ইন্টারনেট অ্যাকসেস অ্যাজ এ হিউম্যান রাইট’ নামের বই প্রকাশ করেছেন ‘ইউনিভার্সিটি অফ বার্মিংহাম’-এর দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মার্টেন রেগলিৎজ।
বইতে বিনামুল্যে ইন্টারনেট ব্যবহারকে মানবাধিকার হিসেবে বর্ণনা করে একটি খসড়া নিবন্ধ তৈরি করেছেন রেগলিৎজ। এতে বলা হয়েছে, ‘কোনও স্বেচ্ছাচারী হস্তক্ষেপ’ ছাড়াই প্রত্যেকের বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারা উচিত।