বৈশ্বিক সম্প্রসারণের লক্ষ্যে প্রিয় পে’র পরিচালনা পর্ষদে যোগ দিলেন শেহজাদ মুনিম
প্রিয় পে বিশ্বব্যাপী নিরাপদ, সহজ ও কার্যকর আর্থিক সেবা প্রদান করতে চায়। কর্পোরেট নেতৃত্বে শেহজাদ মুনিমের সাফল্য এবং উদীয়মান বাজার সম্পর্কে গভীর ধারণা প্রিয় পে’র প্রসার এবং প্রভাব বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।