টাকা উত্তোলন ফি ৯৯ সেন্ট, এর মধ্যে বন্যার্তদের তহবিলে যাবে ৫০ সেন্ট

প্রিয় পে থেকে টাকা উত্তোলন ফি’র অর্ধেক যাবে বন্যার্তদের সহায়তায়

যেকোনো পরিমাণ ডলার থেকে টাকা উত্তোলনে ফি মাত্র .৯৯ ডলার। আর এই ৯৯ সেন্ট থেকে ৫০ সেন্ট বাংলাদেশের বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যতবার টাকা উত্তোলন হবে, তার মোট ফি’র (৫০ সেন্ট হিসাবে) সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ১৮:৩৬ আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ১৮:৩৬
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ১৮:৩৬ আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ১৮:৩৬


টাকা উত্তোলন ফি ৯৯ সেন্ট, এর মধ্যে বন্যার্তদের তহবিলে যাবে ৫০ সেন্ট

আমেরিকান পেমেন্ট সার্ভিস প্রিয় পে’র মাধ্যমে টাকা উত্তোলনের ফি থেকে অর্ধেক অর্থ বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে। প্রিয় পে থেকে বাংলাদেশের ব্যাংকগুলোতে টাকা উত্তোলনে ৯৯ সেন্ট খরচ হয়, এর থেকে ৫০ সেন্ট বন্যাকবলিত এলাকার মানুষদের জন্য গঠিত তহবিলে দেওয়া হবে।

২৯ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রিয় সিইও জাকারিয়া স্বপন বলেন, বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষজন ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছেন। বন্যার্তদের সহায়তায় যুক্ত হতে চায় প্রিয় পে। এজন্য প্রিয় পে’র মাধ্যমে বাংলাদেশে টাকা উত্তোলনে যে পরিমাণ ফি গ্রাহকরা দিচ্ছেন, তার অর্ধেক দেওয়া হবে বন্যাকবলিত এলাকার মানুষদের জন্য গঠিত ত্রাণ তহবিলে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রিয় পে’র মাধ্যমে বাংলাদেশে যতবার টাকা উত্তোলন করা হবে, এর সবগুলো ট্রানজেকশন ফি’র অর্ধেক অর্থ বন্যার্তদের জন্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হবে।

প্রিয় পে জানিয়েছে, ফ্রিল্যান্সাররাসহ যে কেউ এখন প্রিয় পে’র মাধ্যমে মার্কিন ডলার (ইউএসডি) থেকে রিয়েল-টাইম টাকা উত্তোলন করতে পারছেন। বাংলাদেশের যেকোনো ব্যাংকে দ্রুততম সময়ের মধ্যে টাকা উত্তোলনের এই সুবিধা বেশকিছু দিন হলো চালু হয়েছে। যেকোনো পরিমাণ ডলার থেকে টাকা উত্তোলনে ফি মাত্র .৯৯ ডলার। অর্থাৎ মাত্র ৯৯ সেন্ট খরচ করে বাংলাদেশের ব্যাংকে যেকোনো পরিমাণ টাকা উত্তোলন করা যাচ্ছে। আর এই ৯৯ সেন্ট থেকে ৫০ সেন্ট বাংলাদেশের বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে টাকা উত্তোলনের মোট ফি’র (৫০ সেন্ট হিসাবে) সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হবে।

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...