যুক্তরাজ্যে ১৬ বছরের কমবয়সীদের জন্য সোশাল মিডিয়ার ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা জারি হতে পারে।
যুক্তরাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী পিটার কাইল বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবিসি রেডিও ৪-এর ‘টুডে প্রোগ্রাম’-এ কথা বলার সময় তিনি আরও বলেন, অনলাইনে মানুষ এবং বিশেষ করে শিশুদের নিরাপদ রাখতে ‘যা করতে হবে তাই’ করবেন তিনি।
‘বর্তমানে দৃঢ় ও ‘পিয়ার রিভিউড’ এমন কোন প্রমাণ নেই দাবি করে তিনি বলেন, শিশুরদের ওপর স্মার্টফোন ও সোশাল মিডিয়ার মতো প্রযুক্তির প্রভাব সম্পর্কে আরও গবেষণার দরকার আছে।
এরইমধ্যে, যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা অফকমকে পাঠানো ‘কৌশলগত অগ্রাধিকার বিষয়ক চিঠি’তে তিনি এ বিষয়গুলো উল্লেখ করেছেন। ‘অনলাইন সেইফটি অ্যাক্ট’ (ওএসএ)-এর মাধ্যমে বাড়তি ক্ষমতাও পেতে যাচ্ছে সংস্থাটি।