চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর কাছে তাঁর স্ত্রীর তুলনায় স্বর্ণালংকার বেশি রয়েছে।
আবু রেজার সোনার পরিমাণ ৯০ ভরি। পক্ষান্তরে স্ত্রী রেজিয়া নদভীর সোনা রয়েছে ৫০ ভরি। সোনার মতো অন্যান্য খাতে এই সংসদ সদস্যের আয়ও বেড়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আগের দুটি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা হলফনামার তুলনামূলক বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
২০১৪ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আবু রেজা। এরপর ২০১৮ সালেও তিনি আবার সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৪ সালে জমা দেওয়া প্রথম হলফনামায় আবু রেজা তাঁর নিজের নামে ৫০ ভরি স্বর্ণালংকার দেখান। বিয়েতে উপহার হিসেবে এই সোনা পান বলে জানান তিনি। একই সময়ে তাঁর স্ত্রীর নামে সোনা দেখানো হয় ১০ ভরি।
২০১৮ সালের নির্বাচনের আগেও দুজনের সোনার পরিমাণ একই দেখানো হয়। তবে এবার আবু রেজার সোনার পরিমাণ বেড়ে ৯০ ভরি হয়েছে। স্ত্রীর সোনাও বেড়ে হয় ৫০ ভরি।