শেখ হাসিনার বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’ জারি, আধাঘণ্টা পর বক্তব্য পাল্টালেন চিফ প্রসিকিউটর

কালের কণ্ঠ প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪১

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে সরকারপ্রধানের পদ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিঢ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রবিবার দুপুরে সাংবাদিককে এ তথ্য জানালেও আধাঘণ্টার মাথায় তিনি এ বক্তব্য থেকে সরে আসেন। ফলে বিভিন্ন সংবাদমাধ্যম এ সংবাদ প্রচার-প্রকাশ করতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে।


চিফ প্রসিকিউটর প্রথমে কয়েকজন সাংবাদিককে বলেন, ‘ইন্টারপোলে অলরেডি একটা রেড নোটিশ জারি হয়ে গেছে।

’ তখন এক সাংবাদিক জানতে চান, কবে জারি হয়েছে। জবাবে তাজুল ইসলাম বলেন, ‘যখন আমরা আবেদন করেছি তার পরপরই। ইমেডিয়েটলি জারি হয়ে আছে। এটা তো আসলে বাইরে বলা হয় না।

যখন আমরা রিকোয়েস্টটা পাঠাই ফরমালি ইয়ের (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো-এনসিবি) মাধ্যমে, তখনই জারি হয়ে যায়।’


এরপর ইন্টারপোল, এনসিবির ওয়েবসাইটে গিয়ে রেড অ্যালার্ট জারির তথ্য নিশ্চিত হতে চান সাংবাদিকরা। কিন্তু ইন্টারপোল বা এনসিবির ওয়েবসাইটে এসংক্রান্ত কোনো পাওয়া যায়নি। এর মধ্যে ‘রেড অ্যালার্ট’ জারি নিয়ে প্রেস ব্রিফিং করেন চিফ প্রসিকিউটর।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us