বিরোধীদের অনুপস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে এবারের জাতীয় নির্বাচনে আগের তুলনায় সহিংসতা কম হলেও ‘মান ক্ষুণ্ন হয়েছে’ বলে মনে করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।
দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে শনিবার প্রকাশ করা দুই প্রতিষ্ঠানের চূড়ান্ত প্রতিবেদনে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
তাদের প্রতিবেদনের প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, “এবারের নির্বাচনের মান বাংলাদেশের অতীতে যে কোনো নির্বাচন তুলনায় উন্নত ছিল। এনডিআই-আইআরআই কী বলল বা না বলল, এতে কিছু আসে যায় না।”
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত ৮ থেকে ১১ অক্টোবর বাংলাদেশে যৌথভাবে একটি প্রাক-নির্বাচন মূল্যায়ন (পিইএএম) প্রতিনিধিদল পাঠায় আইআরআই এবং এনডিআই।
তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে নির্বাচনের প্রচার, ভোটের দিন এবং ভোটের পরে আরেকটি কারিগরি মূল্যায়ন মিশন (টিএএম) পাঠায় সংস্থা দুটি। ২০ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ওই মিশনের পর্যবেক্ষণের আলোকে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে।