প্রথমবার গাড়ি কেনার সময় যেসব ব্যাপারে খেয়াল রাখবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:৫৩

গাড়ির শখ কমবেশি সবারই আছে। নিজের একটি গাড়ি থাকলে, যখন যেখানে খুশি চলে যাওয়া যাবে সেটিকে সঙ্গী করে। তবে সেই স্বপ্ন পূরণ করতে অনেকের কম সময় লাগে আবার কারও বেশ অনেকটা সময় লেগে যায়। তাই তো এত সাধের গাড়ি একটু বুঝে শুনেই কেনা ভালো।


আবার তা যদি হয় প্রথমবার। তাহলে আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। জেনে নিন কী কী বিষয়ে সতর্ক হবেন-


বাজেট নির্ধারণ
গাড়ি কেনার আগে প্রথমেই সঠিক ভাবে বাজেট নির্ধারণ করতে হবে। নতুন গাড়ি নাকি সেকেন্ড-হ্যান্ড গাড়ি কেনা উচিত-সেটা ঠিক করতে হবে। নতুন গাড়ির দাম একটু বেশি পড়ে যাবে। তবে সেটা দীর্ঘ সময়ের জন্য ভালো পরিষেবা দিতে পারে। অন্যদিকে সেকেন্ড-হ্যান্ড গাড়ি কম দামে পাওয়া যাবে। আর প্রথম ড্রাইভিংয়ের জন্য কিন্তু ভালো বিকল্প হতে পারে। সব জানা থাকলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে কোনটি কিনবেন।


গাড়ির রানিং কস্ট
গ্রাহক কীভাবে নিজের গাড়ি ব্যবহার করবেন, সেটা ভাবনাচিন্তা করাটাও গুরুত্বপূর্ণ। শহরে বেশি গাড়ি চালানো হলে মারুতি সুজুকি, হুন্দাই, অন্যদিকে যাঁরা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করেন কিংবা হাইওয়ে দিয়ে যাতায়াত করেন, তারা হুন্দাই সিটি কিংবা টাটা নিক্সন-এর মতো সিডান অথবা এসইউভি মডেল কিনতে পারেন।


মাইলেজ ও রক্ষণাবেক্ষণ
প্রথম গাড়ি কেনার ক্ষেত্রে এই দুই বিষয়ও মাথায় রাখা আবশ্যক। গাড়ি কম চললে পেট্রোল গাড়ি ভালো বিকল্প হতে পারে। গাড়ি বেশি চালানো হলে ডিজেল অথবা সিএনজি মডেলই ভালো।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us