চতুর্দিকে বিয়ের ধুম। চারহাত এক হওয়ার এই মরশুমে মালাবদল, সিঁদূরদান আর সাতপাক ঘোরার ছবিতে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। তার মাঝেই ভাইরাল হলো এক বাঙালি বরের লুডো খেলার দৃশ্য।
মণ্ডপে তখন চলছে বিয়ের তোড়জোড়। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন বলে। অপেক্ষা চলছে কনে আসার। আর সেই ফাঁকে টুক করে বন্ধুদের সঙ্গে লুডো খেলে নিচ্ছেন বর বাবাজি। ছবি দেখে হেসে লুটোপুটি নেটিজ়েনরা।