জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থানের কঠিন দিনগুলো সাংবাদিকতার জন্য ছিল ভয়ঙ্কর। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজে থাকা প্রতিবেদক, আলোকচিত্রী ও ক্যামেরা পারসনদের দেশজুড়ে সংঘাত-সহিংসতার ভেতর আইনশৃঙ্খলা বাহিনীসহ পতিত আওয়ামী লীগ সরকারের দলীয় কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন ছিল, তেমনি ছিল সংবাদ প্রকাশের ক্ষেত্রে অঘোষিত সেন্সরশিপ ও গোয়েন্দা সংস্থাগুলোর চাপ।
নব ইতিহাস তৈরি করা চব্বিশের এই অভ্যুত্থানেই ডিজিটাল যুগে প্রবেশের পর সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট 'ব্ল্যাকআউট'র কবলে পড়ে বাংলাদেশ।
দমবদ্ধ ওই সময়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজে কোন কোন কৌশল অবলম্বন করেছিলেন দেশি-বিদেশি গণমাধ্যমগুলোর সাংবাদিকরা, কাজের ক্ষেত্রে কীভাবে তারা রচনা করেছিলেন সহযোগিতা ও যূথবদ্ধতার অনন্য এক আখ্যান, কীভাবেই বা তারা লড়াই চালিয়ে গেছেন অপতথ্যের প্রবল ঢেউয়ের বিরুদ্ধে—তার একটি চুম্বকাংশ উঠে এসেছে 'ব্ল্যাকআউট ক্রনিকেলস: হাউ জার্নালিস্টস অ্যান্ড অ্যাক্টিভিস্টস নেভিগেডেট দ্য ব্ল্যাকআউট' শীর্ষক আলাপচারিতায়।