প্রধান উপদেষ্ট ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, সবাই মিলে ষড়যন্ত্র মোকাবিলার কথা বলেছেন তাঁরা। পাশাপাশি অতিদ্রুত সংস্কার করে তাঁরা নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন।
জাতীয় ঐক্যের লক্ষ্যে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠক থেকে বেরিয়ে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, দেশের অস্তিত্ব রক্ষার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাইতে প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন। বৈঠকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।