বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে ফিরে ক্ষমতার দিবাস্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেছেন, ‘বেশি কথা বলবেন না। বেশি কথা বললে হাতে হারিকেন ধরিয়ে দেব।’
আজ সোমবার রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বিএনপি ক্ষমতার দিবাস্বপ্ন দেখছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সিঙ্গাপুর থেকে ফিরে ফখরুল ক্ষমতার দিবাস্বপ্ন দেখছেন। বিদেশে বিএনপির প্রভু আছে। যারা স্বার্থের জন্য বিএনপির পক্ষে ওকালতি করে আর আমাদের বন্ধু আছে, প্রভু না। ৭১-এও বন্ধুরা আমাদের সঙ্গে ছিল। এবার বিএনপি যখন নির্বাচন বানচালের চেষ্টা করেছিল, তখনো বন্ধুরা আমাদের পাশে দাঁড়িয়েছিল।’