দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে রাজনীতিতে ‘নতুন মেরূকরণ’-এর আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচন বর্জনকারী রাজপথে আন্দোলনে থাকা প্রধান বিরোধী দল বিএনপির প্রতি ‘কিছুটা নমনীয়’ হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নাশকতার মামলায় বিরোধী দলের নেতাকর্মী গ্রেপ্তার ও সাজা দেওয়ার ‘গতি’ও আপাতত কমেছে। একই সঙ্গে নির্বাচনের আগে নাশকতার অভিযোগে কারাবন্দি বিএনপির শীর্ষ নেতারা শিগগির জামিন পেতে যাচ্ছেন।
বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখালে চলতি সপ্তাহে মুক্তি পেতে পারেন। তারা জামিন পেলে একই ধরনের মামলায় গ্রেপ্তারকৃত অন্য কারাবন্দি নেতাকর্মীরও জামিন পাওয়ার পথ খুলে যাবে বলে জানিয়েছেন দলীয় আইনজীবী ও নেতারা। উদ্ভূত পরিস্থিতিতে ‘কৌশলী অবস্থান’ নিয়েছে বিএনপিসহ সমমনা দলগুলোও। এ মুহূর্তে আন্দোলনের বড় ধরনের নতুন কোনো কর্মসূচি না দিয়ে নেতাকর্মী কারামুক্ত করাকেই গুরুত্ব দিচ্ছে তারা।