আমাদের দেশের ব্যাংকিং খাতে সমস্যা এবং সংকট নতুন কিছু নয়। ব্যাংকিং কার্যক্রমের ধরনই এমন। ব্যাংক মূলত অর্থ নিয়ে ব্যবসা করে। আরো স্পষ্ট করে বলতে গেলে বলতে হয় যে ব্যাংক আমানত সংগ্রহের নামে একজনের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, সেই অর্থ ঋণ প্রদানের নামে আরেকজনকে ধার দেওয়ার কাজে নিয়োজিত।
অর্থ যেখানে ব্যবসার মূল উপাদান, সেখানে ঝামেলা হবেই। যেখানেই ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়, সেখানেই সমস্যা এবং সংকট থাকে। উন্নত বিশ্বের মানসম্পন্ন ব্যাংকিং বা উন্নয়নশীল দেশের অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকিং ব্যবস্থা—সর্বত্রই সংকট ও সমস্যা আছে এবং থাকবে। পার্থক্য হচ্ছে, উন্নত বিশ্বের সমস্যার মাত্রা এবং ভয়াবহতা অনেক কম, পক্ষান্তরে উন্নয়নশীল বিশ্বের ব্যাংকিং খাতে সমস্যা ও সংকটের মাত্রা এবং ভয়াবহতা অনেক বেশি।