প্রচারে নেমে সমালোচিত মেহজাবীন, চাইলেন ক্ষমা

আজকের পত্রিকা প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৯

অপেক্ষার পালা শেষে আগামীকাল বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবীন চৌধুরীর। ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’। নিজের প্রথম সিনেমার প্রচারে ব্যস্ত এখন অভিনেত্রী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রিয় মালতী টিমের সঙ্গে ঘুরছেন তিনি। গতকাল তাঁরা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে পোস্টার লাগিয়ে পড়েছেন সমালোচনার মুখে।


বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে সিনেমা নিয়ে কথা বলার পাশাপাশি নিজেই দেয়ালে পোস্টার লাগান মেহজাবীন। একপর্যায়ে টিএসসির ডাসের দেয়ালে ২০১৬ সালে আলোচিত হত্যাকাণ্ডের শিকার কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর সিনেমার একটি পোস্টার লাগিয়ে দেন মেহজাবীন। বিষয়টি নজরে এলে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। এমন ঘটনার জন্য মেহজাবীনকে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজে গিয়ে পোস্টার সরানোর আহ্বান জানান ঢাবির শিক্ষার্থীরা। পরে, সন্ধ্যায় গিয়ে তনুর গ্রাফিতির ওপর লাগানো পোস্টারটি তুলে ফেলেন মেহজাবীন এবং ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us