নারীকেন্দ্রিক গল্পের প্রতি সব সময়ই আলাদা আগ্রহ দেখান মেহজাবীন চৌধুরী। তাঁর কাছে এই গল্পের মধ্য দিয়ে সমাজে নারীদের সচেতন করা যায়। নারীদের হয়ে বার্তা দেওয়ার গল্পগুলো শুরু থেকেই টানে। যে কারণে বিরতি দিয়ে নাটকে ফিরেছেন অভিনেত্রী মেহজাবীন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটকটি নিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‘নাটকে এখন খুব একটা কাজ করছি না। দারুণ একটি গল্প ও চরিত্র পাওয়ায় অনেক দিন পর ফিরলাম। আর যেসব নির্মাতার ওপর আমার আস্থা আছে, তাঁদেরই একজন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দর্শকদের যদি আমাদের নতুন কাজটি ভালো লাগে, তাহলে পরিশ্রম সার্থক হবে।’