জন্মদিনে ম্যাচসেরা তামিম, বোলিংয়ে উজ্জ্বল সাকিব

আজকের পত্রিকা প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ২১:১৫

নিজের ৩৫তম জন্মদিনটা দুর্দান্তভাবেই রাঙালেন তামিম ইকবাল। ডিপিএলের শুরুর তিন ম্যাচে ছন্দে না থাকা বাঁহাতি ব্যাটার আজ ফিফটি তুলে নিয়েছেন। তামিমের মতো ম্যাচে ফিফটি পেয়েছেন তাঁর সতীর্থ পারভেজ হোসেন ইমন। 


দুই ওপেনারের ফিফটিতে টানা চতুর্থ জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থ জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১১৮ রান তোলেন তামিম-পারভেজ। তবে ২ রানের ব্যবধানে দুজনে আউট হয়ে যান। ৬৭ রানে ফিরে যাওয়ার আগে তামিম ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়। ইনিংসটির জন্য ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন বাঁহাতি ব্যাটার। আর আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ ৫০ রানের ইনিংসটি সাজিয়েছেন ৩ চারে। জয়ের বাকি কাজটুকু সেরেছেন বিশাল চৌধুরী (৬) ও নাঈম ইসলাম (৮)। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us