ঢাকায় গাইতে আসছেন রাহাত ফতেহ আলী খান—এমন ঘোষণার পর থেকেই সংগীতপ্রেমীদের মনে অন্য রকম উন্মাদনা কাজ করছিল। অবশেষে এল সেই প্রতীক্ষিত সন্ধ্যা। গতকাল শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে আর্মি স্টেডিয়ামের মঞ্চে ওঠেন প্রখ্যাত এই পাকিস্তানি সংগীতশিল্পী। মঞ্চে উঠেই বললেন, ‘আসসালামু আলাইকুম। বাংলাদেশ, আমি তোমাকে ভালোবাসি।’ বাংলায় বললেন শিল্পী। তারপর টানা পরিবেশনায় মন্ত্রমুগ্ধ করে রাখেন শ্রোতাদের।
‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টটি যৌথভাবে আয়োজন করেছিল স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্ম ও স্কাইট্র্যাকার লিমিটেড। আগেই ঘোষণা দেওয়া হয়েছে এই কনসার্ট থেকে সংগৃহীত অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে। রাহাত ফতেহ আলী খান ও তাঁর দল গতকালের পরিবেশনার জন্য কোনো পারিশ্রমিক নেয়নি। কনসার্টের টিকিট বিক্রি থেকে আয়োজক সংস্থা কোনো অর্থ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে।