১৬ ডিগ্রির কম তাপ হলেই রঙ পাল্টাবে রিয়েলমির নতুন ফোন

বণিক বার্তা প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ১৪:১৩

আসন্ন ফরটিন প্রো স্মার্টফোন সিরিজের প্রচার শুরু করেছে রিয়েলমি। এ সিরিজে দুটি মডেল থাকবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। মডেল দুটি হলো রিয়েলমি ফরটিন প্রো ও রিয়েলমি ফরটিন প্রো প্লাস। কোম্পানি নিশ্চিত করেছে, নতুন ফোনে শক্তিশালী স্ন্যাপড্রাগন সেভেনএস জেন থ্রি প্রসেসর ব্যবহার করা হবে। এ সিরিজে প্রথমবারের মতো শীতল তাপমাত্রায় রঙ পরিবর্তনকারী প্রযুক্তি নিয়ে আসা হয়েছে। খবর গিজমোচায়না।


রিয়েলমি ফরটিন প্রো সিরিজ ২০২৫ সালের জানুয়ারিতে ভারতের পাশাপাশি একাধিক দেশে লঞ্চ করার সম্ভাবনা রয়েছে। আনুষ্ঠানিক মুক্তির আগে, কোম্পানিটি একটি ইভেন্টে ফরটিন প্রো সিরিজের ডিজাইন উন্মোচন করেছে। এতে উন্নত প্যারিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে, যা আরো ভালো জুম ও ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে বলে দাবি রিয়েলমির। সিরিজের ডিজাইন তৈরিতে খ্যাতনামা নর্ডিক ডিজাইন স্টুডিও ‘ভ্যালিউর ডিজাইনারসের’ সঙ্গে কাজ করেছে। এতে উন্নত থার্মোক্রোমিক রঞ্জক ব্যবহার করা হয়েছে, যা তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে প্রতিক্রিয়া দেখায়। ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় গেলে এর পেছনের কাভার মুক্তার মতো সাদা থেকে পরিবর্তিত হয়ে উজ্জ্বল নীল রঙ ধারণ করবে। আবার তাপমাত্রা বাড়লে আগের রঙে ফিরে যাবে।


এছাড়া রিয়েলমি ফরটিন প্রো প্লাস ফাইভজির সামনে একটি কোয়াড-কার্ভড অ্যামোলেড স্ক্রিন রয়েছে। ডিভাইসটির পুরুত্ব মাত্র আট মিলিমিটার। এ সিরিজে ‘ওসেন অকুলাস’ নামে একটি ক্যামেরা মডিউল ডিজাইন রয়েছে। এতে তিনটি ক্যামেরার পাশাপাশি রিয়েলমি প্রথমবারের মতো ‘ম্যাজিক গ্লো’ ট্রিপল ফ্ল্যাশ ব্যবহার করেছে। এ ফ্ল্যাশে তিনটি ডুয়াল-কালার টেম্পারেচার এলইডি রয়েছে, যা স্বল্প আলোয় প্রাকৃতিক পোর্ট্রেট ছবি তোলার জন্য উপযুক্ত।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us