পঞ্চগড়ে বিএনপির সমাবেশ আজ

কালের কণ্ঠ প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:০৪

পঞ্চগড়ে আজ রবিবার সমাবেশ করছে বিএনপি। এর মধ্যেই সমাবেশের সব প্রস্তুতি শেষ হয়েছে। জেলার বোদা উপজেলার সাকোয়া স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


বিএনপি নেতাকর্মীরা জানান, বেলা ১১টা থেকে জেলা উপজেলা নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে এ সমাবেশ।

বেলা দুইটার দিক থেকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। বিকেল ৪টার দিকে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কণ্ঠ শিল্পী বেবী নাজনীনসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা মহাসচিবের সফর সঙ্গী হিসেবে থাকবেন।


সমাবেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ জানান, দীর্ঘ ছয় বছর পর বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us