‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র হয়ে জার্সির ব্যবসা করবে?’ ‘পশুপালন নিয়ে পড়ে গার্মেন্টস ব্যবসা?’ এমন কত নেতিবাচক মন্তব্যই না কানে এসেছে। তবে দমে যাননি হাসিবুর রহমান। উদ্যোক্তা হওয়ার অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে গড়ে তুলেছেন নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘বাউ জার্সি ওয়্যার’।
বাকৃবির পশুপালন অনুষদ থেকে সম্প্রতি স্নাতক শেষ করেছেন এই তরুণ। কিন্ত এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। শিক্ষার্থীজীবন থেকেই তিনি একজন সফল উদ্যোক্তাও বটে।
খেলাধুলার প্রতি টান থেকেই জার্সি কেনায় ঝোঁক। অথচ তার এলাকায় মানসম্মত কোনো জার্সির দোকান ছিল না। যেতে হতো সেই ঢাকায়। করোনাকালে ঢাকার বিভিন্ন পাইকারি জার্সি বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু অনলাইনে খুচরা জার্সি কিনতে ব্যর্থ হন। তখনই মাথায় জেদ চাপে, একটা মানসম্মত পণ্য পেতে ঢাকাতেই কেন যেতে হবে? ঠিক করলেন নিজেই জার্সি বানাবেন।