আবার পয়েন্ট খোয়াল বার্সেলোনা। এবার আতলেতিকো মাদ্রিদের কাছে। শনিবার রাতে লা লিগায় নিজেদের মাঠে আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরেছে হান্সি ফ্লিকের দল। ২০০৬ সালের পর এই প্রথম নিজেদের মাঠে আতলেতিকোর কাছে হারল বার্সেলোনা। সেই সঙ্গে সর্বশেষ সাত ম্যাচের মধ্যে পয়েন্ট হারাল ষষ্ঠবারের মতো।
এমন হতাশার রাতে বার্সেলোনা কোচ বলেছেন, তাঁর দলের এখন বিরতি দরকার। বিরতি অবশ্য বার্সা পাচ্ছেও। ক্রিসমাস পেরিয়ে কাতালুনিয়ার দলটির পরের ম্যাচ আগামী জানুয়ারি।