বিএনপির ‘গৃহপ্রবেশ’

জাগো নিউজ ২৪ অজয় দাশগুপ্ত প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪, ১১:৪৭

আড়াই মাস পর বিএনপি অফিস খুলল, তালা ভেঙে ৭৪ দিন পর কার্যালয়ে বিএনপি নেতা-কর্মীরা, বিএনপি অফিসে তালা দেন নিরাপত্তা কর্মী সোহাগ- ১২ জানুয়ারি এ সব শিরোনাম ছিল বিভিন্ন দৈনিকে। পত্রিকাগুলো একটি ছবি দিয়েছে এভাবে- রুহুল কবির রিজভী একটি হাতুড়ি দিয়ে পিটিয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেটের তালা ভাঙছেন। টেলিভিশনেও এ চিত্র দেখা গেছে।


সংবাদপত্র ও টেলিভিশনে আরেকটি খবরও ১২ জানুয়ারি গুরুত্ব দিয়ে প্রকাশ-প্রচার হয়েছে- হাসপাতাল থেকে ৫ মাস পর বাসায় খালেদা জিয়া। প্রায় ৬ বছর আগে ২০১৮ সালের ১৬ এপ্রিল ডেইলি স্টারের একটি খবর ছিল এভাবে-“Our chairperson’s health condition has worsened further. The pain in her hands, legs and waist has increased. She needs better treatment on an emergency basis,” Ruhul Kabir Rizvi, senior joint secretary general of the party, made the call at a press conference at the party's Nayapaltan central office.২৮ এপ্রিল (২০১৮) ফিনান্সিয়াল এক্সপ্রেস জানায়- বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছেন। তিনি দলের কয়েকজন শীর্ষ নেতাসহ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখার পর এ দাবি জানান।


২০১৮ সালের ১৭ জুন কালের কণ্ঠ জানায়, খালেদা জিয়াকে সিএমএইচ-এ রেখে চিকিৎসার যে প্রস্তাব সরকার দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তা প্রত্যাখান করে বলেছেন- কেবল ইউনাইটেড হাসপাতালেই খালেদা জিয়া চিকিৎসা সম্ভব এবং সেটাই করতে হবে। পরে বিভিন্ন সময়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে বলা হয়- যে কোনো মুহূর্তে তাঁর স্বাস্থ্যের চরম অবনতি ঘটতে পারে এবং এ জন্য সরকার দায়ী থাকবে।


২০২৪ সালের ১১ জানুয়ারি খালেদা জিয়া ইউনাইটেড হাসপাতাল নয়, এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। একটি প্রভাবশালী জাতীয় দৈনিক ১২ জানুয়ারি লিখেছে- শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার পর দীর্ঘ ১৫৬ দিন চিকিৎসা গ্রহণ শেষে তিনি বাসায় ফিরেছেন। শত শত মোটর সাইকেলে হাজারো নেতা-কর্মী তাকে বাসায় পৌঁছে দেয়ার সময় সড়কে থেমে থেমে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। এ সময়ে বসুন্ধরা থেকে গুলশানের সড়কে যানজটের সৃষ্টি হয়।


এটা স্বস্তির খবর যে প্রায় ছয় বছর ধরে বিএনপির নেতৃত্ব খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে যে শঙ্কা প্রকাশ করে আসছে, সেটা সঠিক প্রমাণিত হয়নি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেদিন (১৫৬ দিন পর) গৃহপ্রবেশ করেন, সে দিনেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভাঙা হয়। একইদিনে শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। এ মন্ত্রিসভা গঠনের জন্য অপরিহার্য শর্ত ছিল ৭ জানুয়ারির সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। আর বিএনপি এবং তাদের ডান-বামের মিত্ররা চেয়েছে এ নির্বাচন যেন কোনোভাবেই সম্পন্ন হতে না পারে, সেটা নিশ্চিত করা। সেজন্য তারা চার ধরণের কর্মসূচি নিয়েছিল- হরতাল, অবরোধ, অসহযোগ ও গণকারফিউ জারি। বাংলাদেশে একসঙ্গে এ ধরনের সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি অতীতে দেখা যায়নি। স্পষ্টতই বিএনপির আন্দোলন কর্মসূচি ব্যর্থ হওয়ায় শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পেরেছেন। কেউ প্রশ্ন করতেই পারে- শেখ হাসিনার সরকার শপথ গ্রহণ করার কারণেই কি খালেদা জিয়ার নিজগৃহে ফিরে যাওয়া এবং বিএনপির নিজেদের অফিসে প্রবেশের পথ খুলে গেল?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us