মুহূর্তের মধ্যে মানুষের থেকেও কয়েকগুণ দ্রুত কাজ করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। তাই অনেকের আশঙ্কা, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারাবেন অনেকেই। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বটের আবির্ভাবের পর থেকে সে সম্ভাবনা আরও জোরাল হয়েছে। যার প্রভাব পড়েছে ডেভেলপারদের জগতেও।
তবে গুগলের হেড অব রিসার্চ ইয়োসি মাতিয়াস জানালেন ভিন্ন কথা। তিনি দাবি করে বলেন, কোডিংয়ের মতো কাজের জন্য এখনও মানুষ ডেভেলপারদের থেকে বহু দূরে এআই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতিয়াস এ কথা বলেন। তিনি বলেন, সবারই কোডিং শিখতে হবে। শৃঙ্খলাবদ্ধ হয়ে শেখাটা বরাবরের মতোই এখনও গুরুত্বপূর্ণ।