বাংলাদেশের সার্বভৌম ঋণমানের এক ধাপ অবনমন দেখিয়েছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডি’স। মার্কিন এই এজেন্সির রেটিং প্রত্যাখ্যান করে বাংলাদেশ ব্যাংক বলেছে, এতে ২০২৪ সালের জুলাইয়ে অর্জিত উল্লেখযোগ্য রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির প্রতিফলন হয়নি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বাংলাদেশ ব্যাংক।
গত সোমবার বাংলাদেশের সার্বভৌম রেটিং ‘বি১’ থেকে ‘বি২’-তে নামিয়ে এনেছে মুডি’স।
একইসঙ্গে স্বল্পমেয়াদে ইস্যুয়ার রেটিং ‘নট প্রাইম’ হিসেবে বহাল রাখা হয়েছে।
অবনমনের কারণ হিসেবে রাজনৈতিক ঝুঁকি এবং সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছে রেটিং এজেন্সিটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, এ বছরের শুরুতে ঐতিহাসিক রাজনৈতিক রূপান্তরের পর অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা মূল সংস্কার ও উন্নতিকে উপেক্ষা করা হয়েছে এই মূল্যায়নে।
এতে বলা হয়, ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের আগস্টে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে।