যাতায়াতের সুবিধা ও সময় বাঁচাতে নিজের একটি গাড়ি থাকা জরুরি। আবার অনেকে আছেন, যাঁরা শখ পূরণের জন্যই গাড়ি কেনেন। গত বছর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি চুরি হওয়া গাড়ির সংখ্যা পর্যালোচনা করে যেসব মডেলের গাড়ি বেশি চুরি হয়, সেগুলোর তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্যুরেন্স ক্রাইম ব্যুরোর তথ্যমতে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি চুরি হয়েছে হুন্দাই এলানট্রো মডেলের গাড়ি। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে গত বছর ৪৮ হাজার ৪৪৫টি হুন্দাই এলানট্রো চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হুন্দাই সোনাটা মডেলের গাড়ি চুরি হয়েছে ৪২ হাজার ৮১৩টি।