ঢাকা-১৩ : প্রথম ৬ ঘণ্টায় ৫৫৪ ভোট, শেষের ২ ঘণ্টায় ৫২১টি

প্রথম আলো প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ১৮:৪৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ৭৯ নম্বর কেন্দ্রে (পুরুষ) প্রথম ছয় ঘণ্টায় (সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত) ভোট পড়েছিল ৫৫৪টি। তবে বেলা দুইটার পর থেকে বিকেল চারটা পর্যন্ত শেষের দুই ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে ৫২১টি। এর মধ্যে শেষ আধা ঘণ্টার মধ্যেই কেন্দ্রটির ৭টি বুথে ৩৮০টি ভোট পড়েছে।


কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ভোটের এই তথ্য পাওয়া গেছে। ঢাকা-১৩ আসনের এই কেন্দ্র মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং স্কুল অ্যান্ড কলেজে। কেন্দ্রটিতে মোট ভোটার ছিলেন ৩ হাজার ৭৪৯ জন। সারা দিনে এই কেন্দ্রে মোট ১ হাজার ৭৫টি ভোট পড়েছে।


প্রিসাইডিং কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রটিতে ৯২টি ভোট পড়ে, যা মোট ভোটারের ২ দশমিক ৫ শতাংশ। আর দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ার হার ৭ দশমিক ৮। এই সময়ের মধ্যে কেন্দ্রটিতে ২৯৩টি ভোট পড়েছিল। সকাল ৮টায় ভোট শুরুর ৬ ঘণ্টা পর বেলা ২টা পর্যন্ত এই কেন্দ্রে ৫৫৪টি ভোট পড়েছিল, যা ১৪ দশমিক ৮ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us