ক্ষুব্ধ এডমিন ক্যাডাররা, জনপ্রশাসন সচিবের কার্যালয়ে অবস্থান

কালের কণ্ঠ প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬

উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব ঘিরে চরম ক্ষোভ বিরাজ করছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের মধ্যে। পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে ৭৫ শতাংশ থেকে ৫০ শতাংশ করার প্রস্তাবে প্রতিবাদ জানাতে তাঁরা জনপ্রশাসন সচিবের কার্যালয়ে সামনে জড়ো হয়েছেন। 


রবিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে সমবেত হতে শুরু করেন প্রশাসন ক্যাডার কর্মকর্তারা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী বা কমিশনের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।

 এর আগে গত মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভা করে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী জানান, পরীক্ষা ছাড়া সিভিল সার্ভিসের উপসচিব ও যুগ্ম সচিব পর্যায়ে কেউ পদোন্নতি পাবেন না। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে। ৭০ নম্বর না পেলে পদোন্নতি পাবেন না।


পরীক্ষায় একজন কাস্টমস ক্যাডারের কর্মকর্তা সবচেয়ে বেশি নম্বর পেলে তিনি উপসচিবের তালিকায় ১ নম্বরে আসবেন। এর মাধ্যমে আন্ত ক্যাডার বৈষম্য দূর হবে। যেকোনো ক্যাডারের যে কেউ ৭০ নম্বর পেলে প্রশাসন ক্যাডারে আসতে পারবেন। এ ছাড়া উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৫০ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ৫০ শতাংশ সুপারিশ করা হচ্ছে। বর্তমানে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে ৭৫ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ২৫ শতাংশ নেওয়া হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us