আচরণবিধি লঙ্ঘন করে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে মোহাম্মদপুর হাউজিং সোসাইটির সামনের সড়কে নির্বাচনী ক্যাম্প করেছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। বাঁশের খুঁটি ও কাপড় দিয়ে তৈরি করা এই ক্যাম্পের (অস্থায়ী কার্যালয়) ভেতরে ফুটপাতের জায়গায় রাখা হয়েছে টেবিল-চেয়ার। আর মূল সড়কের অংশে রাখা হয়েছে নেতা-কর্মীদের বসার জন্য কিছু চেয়ার। আছে সাউন্ডবক্সও (শব্দযন্ত্র)।
ওই ফুটপাতে এখন মানুষের হাঁটাচলা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে মূল সড়ক সংকুচিত হওয়ায় যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে। নির্বাচনী এই ক্যাম্পে আলোকসজ্জারও ব্যবস্থা রাখা হয়েছে। যদিও নির্বাচনী ক্যাম্পে আলোকসজ্জা করার বিষয়টিও আচরণবিধির লঙ্ঘন।