সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা অসাংবিধানিক: গণতন্ত্র মঞ্চ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ২১:৫৩

নির্বাচন কমিশন সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে চিঠি দিয়েছে তা অসাংবিধানিক ও নির্বাচন কমিশনের এখতিয়ারবহির্ভূত বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, মূলত সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই চিঠির ব্যবস্থা করেছে।


রোববার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন।


নেতারা বলেন, আমরা দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি আসা মাত্রই তা কার্যকর করার জন্য উঠে পড়ে লেগেছে। ফলে এটা স্পষ্টই প্রমাণিত যে, নির্বাচন কমিশন বাস্তবতায় কেবল সরকারের হুকুম বরদারে পরিণত হয়েছে।


তারা আরও বলেন, সরকার এরই মধ্যে মানুষের কণ্ঠরোধ করে একটি তথাকথিত নির্বাচন করতে চাইছে। হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়ে, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে এই তামাশা মঞ্চস্থ করতে চাইছে। একদিকে এই সর্বাত্মক দমন-পীড়ন এবং এখন সভা সমাবেশকেও বন্ধ করার উদ্যোগ, এর মাধ্যমে সরকার নিজেরা সরাসরি ঘোষণা না করলেও কার্যত জরুরি অবস্থা জারি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
৮ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us