ক্ষমতাসীনদের ‘একচেটিয়া সিন্ডিকেট’ই নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে: গণতন্ত্র মঞ্চ

সমকাল প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ২০:৫৯

ক্ষমতাসীনদের ‘একচেটিয়া সিন্ডিকেট’ই নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। সরকারবিরোধী এই জোটের নেতারা বলেন, সরকারের আশীর্বাদপুষ্ট একচেটিয়া কোম্পানি বাজারে আধিপত্য তৈরি করে, সিন্ডিকেট তৈরি করেছে। তার মধ্যে আবার একজন সবার ওপর প্রভুত্ব করে। সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ সেই কোম্পানির নাম দেশের সবাই জানে। এখন সেই কোম্পানিকে সরকার কোলে বসিয়ে রেখেছে নাকি সরকারই সিন্ডিকেটের কোলে বসে আছে? সরকারের ঘনিষ্ঠ সেই কোম্পানি এখন পুরো বাজারের ওপরে কর্তৃত্ব কায়েম করেছে।


সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক অবস্থান কর্মসূচিতে নেতারা বলেন, এই সরকার যতদিন থাকবে মানুষের দুর্ভোগ তত বেশি বাড়তে থাকবে। ৭ জানুয়ারি মানুষ ভোট নিয়ে ক্ষমতায় বসেনি। কীভাবে ক্ষমতায় বসেছে তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিদিন দেশবাসীকে জানিয়ে যাচ্ছেন। ভারত যদি না থাকতো নির্বাচন নির্বাচন খেলা সম্ভব হতো না, ভারত যদি সমর্থন না দিতো ‘ডামি’ নির্বাচনে সরকার গঠন করতে পারতো না। ওবায়দুল কাদেরকে সেজন্য প্রতিদিন ভারতের প্রতি আনুগত্য ও দাসত্বের অনুগতর কথা উচ্চারণ করতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us