আসন বণ্টন নিয়ে ক্ষোভ বাড়ছে ১৪ দলীয় জোটে। জোট শরিকরা প্রত্যাশা করেন আগের চেয়ে বেশি আসন পাবেন। আর আওয়ামী লীগ ভাবছে কত কম দেওয়া যায়। এ নিয়ে শরিকদের মধ্যে জমছে ক্ষোভ। সবাই এই ক্ষোভ এখনই প্রকাশ না করলেও সুযোগের অপেক্ষায় পুষে রাখছেন। জোটের সমন্বয়ক বলছেন, জোট করেছি আদর্শিক জায়গা থেকে, আসন ভাগাভাগির জন্য নয়।
দীর্ঘ প্রতীক্ষার পর আসন ভাগাভাগি নিয়ে সোমবার (৪ ডিসেম্বর) জোটনেত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বসেন ১৪ দলের নেতারা। দীর্ঘ প্রায় চার ঘণ্টার বৈঠক শেষে শরিক নেতারা বেরিয়ে জানান, বৈঠকটি ছিল সৌজন্য সাক্ষাৎ ও ভোজসভা। এতে আসন ভাগাভাগিসহ দেশ-বিদেশের নানা বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু চূড়ান্ত হয়নি। আওয়ামী লীগের চার নেতাকে দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা। তারা জোট শরিকদের সঙ্গে বসে ঠিক করবেন।