১৪–দলীয় জোটের শরিক দলগুলো বিপর্যয়ের মুখে পড়েছে। ভোটে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের কাছে অধিকাংশ শীর্ষ নেতা ধরাশায়ী হওয়ায় বিপর্যস্ত শরিকেরা। শরিক দলগুলোর অভ্যন্তরেও অসন্তোষ দেখা দিয়েছে; তৈরি হয়েছে সংকট।
শরিক দলগুলোর নেতাদের কেউ কেউ মনে করেন, রাজনীতিতে তাঁদের প্রভাবও কমে আসছে। ক্ষমতাসীন এই জোটের প্রধান শরিক আওয়ামী লীগও শরিকদের গুরুত্ব দিচ্ছে না। গত ৭ জানুয়ারির নির্বাচনে আসন সমঝোতায় আওয়ামী লীগের সেই মনোভাবের প্রকাশ ঘটেছে। এমন মনোভাবের পেছনে আওয়ামী লীগও যুক্তি দিচ্ছে যে সহযোগিতা পেয়েও ১৪-দলীয় জোটের শরিকেরা ‘নিজের পায়ে’ দাঁড়াতে পারেনি।
১৪ দলের শরিকদের, এমনকি এই জোটের ভবিষ্যৎ কী, এমন প্রশ্নও আলোচনায় এসেছে। শরিক দলগুলো একাধিক নেতা বলেছেন, নির্বাচন অনুষ্ঠান ও সরকার গঠনের অনেকটা সময় পার হলেও বিপর্যস্ত শরিকদের নিয়ে আলোচনার কোনো উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ।