স্টাইল আর ফ্যাশনে নিজেকে গড়তে সানগ্লাস ব্যবহার করুন

যুগান্তর প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:০৭

আপনি নিজেকে স্মার্ট দেখাতে চান, চালচলন ফ্যাশনে নতুনত্ব আনতে চান, নিজেকে আইকনিক হিসেবে গড়ে তুলতে চান। বিনোদন জগতের তারকাদের মতো স্টাইলিস্ট হিসেবে দেখতে চান, তাহলে ফ্যাশনসচেতন হোন। নিজেকে গড়ুন অনন্য উচ্চতায়।


বাজারে সানগ্লাসের সমারোহ। অসংখ্য ব্র্যান্ডের সানগ্লাসের মধ্যে আপনি কোনটি বেছে নেবেন, তা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। কোনটি আপনার চোখে ভালো লাগবে, তা বুঝতে হলে যাচাই-বাছাই করতে হবে। সানগ্লাস কেনার সময় সচরাচর করা ভুলগুলোও এড়িয়ে চলতে হবে।


জানতে হবে সানগ্লাসের ফ্রেম। ফ্রেম সম্পর্কে না বুঝে কেনা ঠিক হবে না। সানগ্লাসের ফ্রেমের উপাদান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই উপকরণের ওপর সানগ্লাসের দাম নির্ভর করে। তাই সানগ্লাস কেনার আগে ফ্রেমের উপকরণের বিষয়ে জেনে নিলে অযথা বেশি অর্থ ব্যয় হবে না। 


টিটেনিয়াম ফ্রেম সানগ্লাসের দাম সবচেয়ে বেশি। এতে স্ক্র্যাচ নিরোধক কোটিং দেওয়া থাকে। সাধারণত প্লাস্টিকের তৈরি সানগ্লাসগুলো টিটেনিয়ামের তৈরি ফ্রেমের চেয়ে দামে সস্তা হয়ে থাকে। তবে সব প্লাস্টিক ফ্রেমের সানগ্লাসই যে কম দামের, তা নয়। প্লাস্টিকের মধ্যেও আবার তিন রকমের আছে। খেলাধুলার সময় পরার উপযোগী সানগ্লাসগুলোর ফ্রেম নাইলনের হয়ে থাকে। মেটাল ফ্রেমের সানগ্লাস বেশ দামি হলেও টেকসই হয় না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us