নতুন ঠিকানায় বিটিএসের জাংকুক

ডেইলি স্টার প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএসের প্রধান গায়ক ও গীতিকার জাংকুক মধ্যরাতে কেএসটিতে একটি লাইভ সেশন করেন। এতে চমকে যান বিটিএস আর্মিরা। লাইভ সেশন শুরুর পরপরই জাংকুক পোস্ট করেন, তিনি ভক্তদের সঙ্গে চেকইন করছেন। অপ্রত্যাশিত ওই লাইভের পর জংকুক জানান, তিনি একটি নতুন বাড়িতে উঠেছেন। এখন থেকে এটিই তার ঠিকানা। এরপর তিনি সবাইকে ভার্চুয়াল ট্যুরের প্রস্তাব দেন।


বর্তমানে জাংকুক তার বাধ্যতামূলক সামরিক সেবার দায়িত্ব পালন করছেন। জাংকুক জানান, তিনি ছুটিতে আছেন এবং এই লাইভ সেশন চলাকালে ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগের বিশেষ অনুমতি নেওয়া ছিল।


লাইভ স্ট্রিমে জাংকুক তার নতুন বাড়িটি দেখান এবং আর্মিরা পুরো সেশন উপভোগ করেন। জাংকুক নতুন বাড়িটি নিজের মতো করে সাজিয়েছেন। বাড়ির সজ্জায় স্বতন্ত্রতা ও শৈলী ছিল নজরকাড়া। তিনি বাড়ির কাউন্টার দেখিয়েছেন, যেখানে সুন্দরভাবে সাজানো ছিল নানা ধরনের চশমাসহ অন্যান্য স্টাইল অনুষঙ্গ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us