নানকের সম্পদ ছড়িয়ে ছিটিয়ে, এক দশকে বেড়েছে ১৪ গুণ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ১৪:৪১

কৃষি ও মাছ চাষ, ব্যাংকে স্থায়ী আমানতসহ নানা খাত থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ দলের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের আয় বেড়েই চলেছে। শেষবার ২০১৪ সালের নির্বাচনের তুলনায় তার আয় বেড়েছে ১৪ গুণেরও বেশি।


নানকের জমিজমা দেশের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এর কিছু আছে ঢাকায়, কিছু তার নিজ জেলা বরিশালে, আছে কক্সবাজারেও।


তিনি সম্পদের যে হিসাব দেখিয়েছেন, তার মধ্যে জমির একটি বড় অংশ ও মাছের খামারটি উত্তরাধিকার সূত্রে পাওয়া।


বিপুল পরিমাণ ঋণও আছে আওয়ামী লীগ নেতার। এই ঋণের মধ্যে একটি বড় অঙ্ক নেওয়া হয়েছে ব্যাংক থেকে, আবার স্বজনদের কাছ থেকেও ধার করেছেন তিনি।


নানক ২০০৮ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো মনোনয়ন পান, জেতেনও। ২০১৪ সালে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us