মানুষ আয় করে তার ওপর কর দেয়। এক্ষেত্রে তার আয়ের পথ ও পরিবেশ নিশ্চিত করা বা থাকাটা রাজস্ব আয় বৃদ্ধির করদানে তাকে উদ্বুদ্ধ করতে পারলে সে সহজে কর দিতে পারবে। কিন্তু আয় করার পুরো বিষয় বুঝে ঝক্কি-ঝামেলা পোহাতে গেলে তারা নিরুৎসাহিত হবে।
এ ক্ষেত্রে করমেলার মাধ্যমে সবাইকে বিষয়গুলো জানানো যায়। যেমন যেসব করদাতা দূরে থাকেন তারা জানেন না কোথায় গিয়ে কীভাবে কর দিতে হয়। এক্ষেত্রে ভোগান্তিরও শিকার হতে হয় তাদের। মেলা আয়োজনের ফলে করদাতা অফিসে যাওয়ার ঝক্কি ঝামেলা এড়িয়ে অন দ্য স্পট সরাসরি সহজে কর দিতে পারবেন। নিজেরাও প্রশিক্ষিত হতে পারবেন। পাশাপাশি কর দেওয়ার প্রক্রিয়ায় করদাতার কাছে এগিয়ে যাবেন করগ্রহীতারা। কারও নিজের কষ্টার্জিত আয়ের ওপর কর দিতে গিয়ে অতিরিক্ত ঝক্কি-ঝামেলা পোহানোর পরিস্থিতি রাজস্ব আহরণ ব্যবস্থাপনার জন্য সুখকর হয় না।