আবার ক্যারিবিয়ান, আবার নতুন অধিনায়ক এক অলরাউন্ডার। পার্থক্য সামান্যই। দেড় দশক আগের সেই ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়মিত অধিনায়ক জ্যামাইকায় পৌঁছে বোলিং করার সময় চোট পেয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। এবার দেশ থেকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে বের হলেও মাঝপথে আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে চোট পেয়ে দেশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক।
২০০৯-এর পর ২০২৪, দুই অলরাউন্ডারের হঠাৎই অধিনায়ক হয়ে ওঠার এই সমাপতন একই সঙ্গে মনে করিয়ে দেয়, মাশরাফী বিন মোর্ত্তজার চোটে সাকিব আল হাসানের অধিনায়ক হয়ে ওঠার সেই সিরিজটাই ক্যারিবিয়ানে বাংলাদেশের একমাত্র জয়ের নিশান। এরপর তিনবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ। জয়ের দেখা তো মেলেইনি, বরং ঘাড়ে চেপেছে বিশাল ব্যবধানের হার আর অল্পতেই গুটিয়ে যাওয়ার লজ্জা। এবার বাস্তবতা এমন যে, বড় স্বপ্ন দেখাটাও ভয়ের। নাকি হারাবার কিছু নেই বলেই এবার সাফল্যের সম্ভাবনা জোরালো!