স্ত্রী, কন্যা ও নাতি-নাতনিদের দান করায় সম্পদের পরিমাণ কমেছে বলে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামায় উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
দান করার ফলে গত পাঁচ বছরে নিট সম্পদ থেকে মন্ত্রীর ২৪ কোটি টাকার বেশি সম্পদ কমেছে বলে হলফনামায় উল্লেখ করেন তিনি।
আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা) আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য। তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তার গ্রামের বাড়ি জেলার লালমাই উপজেলার দুতিয়াপুরে। তিনি এ আসনের টানা তিনবারের সংসদ সদস্য।
২০১৮ সালের হলফনামায় মোট সম্পদমূল্য উল্লেখ করা হয়েছিল ৬২ কোটি ১৭ লাখ ২১ হাজার ১৫৩ টাকা। পাঁচ বছর পরে চলতি বছরের জুন পর্যন্ত তার মোট সম্পদ দেখানো হয়েছে ৩৮ কোটি ৩ লাখ ৪৬ হাজার ৬২৩ টাকা। সেই হিসেবে তার সম্পদ কমেছে মোট ২৪ কোটি ১৩ লাখ ৭৪ হাজার ৫৩০ টাকার।