তফসিল প্রত্যাহার করে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান গণতন্ত্র মঞ্চের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ১৮:০৩

নির্বাচন কমিশনকে জনগণের ট্যাক্স-ভ্যাটের টাকায় তামাশার নির্বাচন আয়োজনে ব্যয় না করার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। সংগঠনের নেতারা বলেন, এই বেঈমানির পথ ছেড়ে তফসিল প্রত্যাহার করুন অথবা পদত্যাগ করে জনগণের পক্ষে দাঁড়ান। এছাড়া বাংলাদেশ যে ঝুঁকির মুখে পড়েছে এর থেকে উদ্ধার করা যাবে না।


সোমবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সর্বাত্মক অবরোধ শীর্ষক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন।


গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। একতরফা ভোটের মাধ্যমে ক্ষমতা দখলের উদ্দেশ্যে সরকার যে নির্বাচনের পাঁয়তারা করছে, তাতে গণতান্ত্রিক বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বাংলাদেশের আইন-কানুন ও সংবিধানে সুষ্ঠু প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের কোনো পথ নেই। তাই গণতন্ত্র মঞ্চ এই মাফিয়া সরকারের পতনের মধ্য দিয়ে আইন-কানুন, সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। এই আন্দোলনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে, অন্যথায় এই দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us