আজও ফাঁকা বিএনপির নয়াপল্টন কার্যালয়, অবস্থান পুলিশের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৩, ১৩:৩০

গত চার দিন ধরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় ফাঁকা। আসেননি দলটির কোনো পর্যায়ের নেতাকর্মীরা। এমনকি দলটির কার্যালয়ে কর্মরত কোনো স্টাফও আসেননি। তবে বরাবরের মতো কার্যালয়ে সামনে অবস্থান নিয়েছেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


বুধবার (১ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেটে ঝুলছে তালা। আর কার্যালয়ে সামনে ও আশপাশের গলিতে অবস্থান নিয়েছেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। অন্যদিকে বিএনপি কার্যালয়ের সামনে ও আশপাশে দলটির নেতাদের মুক্তি চেয়ে লাগানো অনেক ব্যানার পোস্টার সরানো হয়েছে।


কার্যালয়ে সামনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলছেন, গত ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর থেকে তালাবদ্ধ কার্যালয়। প্রথম দু’দিন বিএনপির কার্যালয় ছিল সিআইডির ক্রাইম সিনের আওতায়। মঙ্গলবার কার্যালয় ক্রাইম সিনের আওতা মুক্ত হলেও গ্রেপ্তার এড়াতে কেউ আসেননি। বিএনপি কার্যালয় সিসি ক্যামেরায় সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। আর কার্যালয়ে সামনের ও আশপাশের সড়কের ব্যানার-পোস্টার সরিয়েছে সিটি কর্পোরেশন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us