নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, আমাদের মধ্যে সমন্বয়হীনতা নেই। অবশ্যই নির্বাচনের পরিবেশ আছে, ভোটের পরিবেশ আছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি নিয়ে গণমাধ্যম সম্পাদকদের কাছে ‘ধারণাপত্র’ পাঠিয়েছেন।
এই ধারণাপত্র নিয়ে কমিশনারদের মধ্যে শুধুই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে নগরীর নির্বাচন কমিশন ভবনের সম্মেলনকক্ষে ২৫তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, পটুয়াখালী -১ শূন্য আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ২৬ নভেম্বর।