চরিত্রের সঙ্গে মানিয়ে গিয়ে কী দারুণ অভিনয়, সঙ্গে সেই ট্রেডমার্ক কণ্ঠস্বর। এ যেন কেবল তাঁকেই মানায়। আশি-নব্বইয়ের দশকে এন্তার বাণিজ্যিক ছবিতে দেখা গেছে তাঁকে। শহুরে মানুষ বিশেষ পাত্তা দিত না তখন। তবে গ্রামের মানুষের কাছে ঠিকই হয়ে উঠেছিলেন ‘তুফান’। তাঁর আর শাহরুখের খানের জন্মদিনও একই দিনে—২ নভেম্বর। কিছুদিন আগেই তিনি পা দিয়েছেন ৬৯-এ। জন্মদিনের ঠিক আগে তিনি পর্দায় এসে চমকে দিয়েছেন দারুণ একটি কাজ দিয়ে। গ্রামবাংলার দর্শকের সেই ‘যোদ্ধা’ এবার হয়ে উঠেছেন শহুরে মানুষেরও প্রিয়। তিনি চিরঞ্জিত। পশ্চিমবঙ্গের অভিনেতা চিরঞ্জিত চট্টোপাধ্যায়। হালে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাওয়া সিরিজ ‘নিকষছায়া’য় অভিনয় করে আবার তিনি আলোচনায়। এ সিরিজ দিয়ে তিনি আবার প্রমাণ করলেন নিজেকে। দেখলে হয়তো আপনিও বলবেন, ‘চিরঞ্জিত তাহলে বেঁচেই ছিলেন!’
দীর্ঘ ক্যারিয়ারে যেমন অনেক বাণিজ্যিক সিনেমা করেছেন, তেমনি ‘বাড়িওয়ালি’, ‘চতুষ্কোণ’-এর মতো ভিন্নধারার ছবিতেও দেখা গেছে চিরঞ্জিতকে। তবে কয়েক বছর ধরে সেভাবে তাঁকে পাওয়া যায়নি। সাক্ষাৎকারে বাংলা সিনেমার প্রসঙ্গে এলেই ক্ষোভ ঝেড়েছেন। সেই চিরঞ্জিতকে ওটিটির দর্শকের কাছে নতুনভাবে পরিচয় করিয়ে দেন পরমব্রত চট্টোপাধ্যায়।