সকালে লন্ডন শহরের ফাইভ গাইজ কোভেন্টের সামনের ফুটপাতে বসে ছিলেন হাড়–জিরজিরে এক বৃদ্ধ। গৃহহীন, হতদরিদ্র। খানিক দূরেই দাঁড়িয়ে একটি মেয়ে। কিছুক্ষণ ইতস্তত করে মেয়েটি এগিয়ে গেলেন বৃদ্ধের কাছে। জিজ্ঞেস করলেন, ‘আপনার নাম কি ওমর?’
লোকটি মাথা তুলে মেয়েটির দিকে তাকালেন। দুই সেকেন্ড অপেক্ষা করে মাথা নেড়ে বললেন, হ্যাঁ।
ব্যস, আর কোনো কথা না বলে একে অপরকে জড়িয়ে ধরলেন দুজন। এভাবেই দীর্ঘ ৩০ বছর পর হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পান যুক্তরাজ্যের তরুণী এপি এলিস।
বাবা–মেয়ের আলিঙ্গনের সেই মুহূর্ত পথচারীদের দৃষ্টি ছাড়া ধরা পড়েছে ৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপেও। খুব ছোটবেলায় হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পাওয়ার গল্পটা বিবিসিকে শুনিয়েছেন এলিস।