বিএনপি অংশ না নিলেও নির্বাচন থেমে থাকবে না: সালমান এফ রহমান

প্রথম আলো প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৩

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এতে বিএনপি বা কেউ অংশগ্রহণ না করলে নির্বাচন থেমে থাকবে না। আসন্ন নির্বাচনে অংশ নিতে বেশির ভাগ দলই প্রস্তুত রয়েছে।


আজ বৃহস্পতিবার সকালে ঢাকার নবাবগঞ্জে আগামী সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সালমান এফ রহমান জানান, বিদেশিরা বর্তমান সরকারকে ভবিষ্যতে আর ক্ষমতায় দেখতে চান না—বিএনপি নেতারা এ ধরনের গুজব ছড়াচ্ছেন। তিনি বলেন, বিদেশিদের একটাই চাওয়া, তা হচ্ছে, বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হোক। তাঁদের (বিদেশিদের) চাওয়া ও আওয়ামী লীগ সরকারের চাওয়া একই। বর্তমান সরকারও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us