ব্যটারিচালিত অটোরিকশা নিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ১৪:৪৮

ব্যটারিচালিত অটোরিকশা ইস্যুতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 


আজ রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, "আশা করা যায়, ভাল নির্দেশনা আসবে এবং সেটাই বাস্তবায়ন করব।"


এ সময় উপদেষ্টা বলেন, "সড়কে কোনো দোকান থাকবে না।"


ভুয়া ও মিথ্যা মামলার বিষয়ে তিনি বলেন, "ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে, তা সত্য। যারা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হন, সেজন্য জেলায় জেলায় কমিটি করে দেওয়া হবে।"


একইসঙ্গে দেশে ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, "কেউ এটি অবনতি করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।"


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us