শিশুর ডেঙ্গু জ্বর: লক্ষণ বুঝে চিকিৎসা

প্রথম আলো প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ১৩:১৬

শীত দোরগোড়ায় হলেও ডেঙ্গু জ্বরের প্রকোপ কমেনি। এ সময় শিশুর জ্বর দেখা দিলেই অভিভাবকেরা ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত বোধ করেন। সব শিশুর ডেঙ্গুর লক্ষণ ও চিকিৎসা এক রকম নয় এবং সবাইকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। তবে নিচের সাতটি গুরুতর লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা দরকার।


লক্ষণ



  • তীব্র জ্বর (১০২ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট)।

  • তীব্র মাথাব্যথা।

  • চোখের পেছনে ব্যথা।

  • মাংসপেশি ও হাড়ে ব্যথা।

  • তীব্র বমিভাব।

  • খাবারে প্রচণ্ড অরুচি।

  • মাথা ঘোরা অথবা দুর্বল অনুভব করা।

  • অধিকাংশ ক্ষেত্রে জ্বরের দুই–তিন দিনের মাথায় বা জ্বর কমার সঙ্গে সঙ্গে লক্ষণগুলো প্রকাশ পায়।


ডেঙ্গু ভাইরাসজজনিত রোগ। তাই নিজে নিজেই সারবে। এর একমাত্র চিকিৎসা হলো শরীরের পানিশূন্যতা দূর করা। তীব্র হলে নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত মাত্রায় শিরায় স্যালাইন দেওয়ার মাধ্যমে রোগের মারাত্মক জটিলতা কমানো যায়। যেসব শিশু আগে থেকেই অন্যান্য জটিল রোগে আক্রান্ত, যেমন কিডনি রোগ, রক্তজনিত রোগ, লিভারসংক্রান্ত জটিলতা বা বিশেষায়িত ওষুধ সেবন করছে, তাদের জ্বর আসার সঙ্গে সঙ্গেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us