সরকারের মুখে গণতন্ত্র, কাজে উল্টো: মঈন খান

প্রথম আলো প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ১৭:২৪

সরকার মুখে গণতন্ত্রের কথা বলে আর কাজে তার উল্টোটা করে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু বিপজ্জনক হচ্ছে, তারা মুখে বলে গণতন্ত্রের কথা আর যা করে তা পুরোটাই উল্টো।


রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার সকালে এক আলোচনা সভায় মঈন খান এসব কথা বলেন। নাগরিক কণ্ঠ বাংলাদেশ নামের একটি সংগঠন ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।


মঈন খান বলেন, সরকার গত ১৪ বছর ধরে সারা বিশ্বে দেশকে গণতন্ত্রকামী বলে প্রচার করে যে ফানুস উড়িয়েছে, তা এখন ফুটে গেছে। এখন দেশ ও সারা বিশ্বে এটা প্রচার হয়ে গেছে, দেশে কোনো গণতন্ত্র নেই। সে জন্য বিশ্ব আজ বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তৎপর হয়েছে।


বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্র দিয়ে। গণতন্ত্র না থাকলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাষ্ট্রগঠন সবকিছু অর্থহীন হয়ে যাবে। দেশ স্বাধীন হওয়ার পর বাকশাল কায়েম করা হয়েছিল। বর্তমানে দেশে আবারও অলিখিত বাকশাল কায়েম হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us