বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে নাকি এক লাখ মানুষ মারা যাবে। কিন্তু ক্ষমতায় থাকলে তো ১৮ কোটি মানুষ মারা যাবে।’
তিনি বলেন, ‘দুর্নীতি-লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করা, যুব সমাজকে ধ্বংস করা, গণতন্ত্রকে ধ্বংস করা শেখ হাসিনা রাষ্ট্রের মালিক থাকবে, আর আমরা প্রজার মতো বাস করবো? এক লাখ মানুষ মারা যাবে না। তবে তাদের মধ্যে যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিচার হবে।’
শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।